এতো প্রেম লইয়াই বা আমরা কি করিবো?

বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 

সন্ধ্যায় স্ট্যাটাস দিয়েছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানে ভূমিকম্পে নিহতদের স্মরণে আর ঐ দুই দেশে থাকা আমার বন্ধুদের নিয়ে উদ্বেগ জানাতে। তারপর থেকে মোটামুটি বেশ কিছু চিঠির আগমণ ঘটলো যার মর্মার্থ পাকিস্তান নিয়ে এতো প্রেম থাকলে “পাকিস্তান চলে যান”! এই কোন আধুনিক দেশপ্রেমিক গোষ্ঠীর জন্ম দিচ্ছি আমরা ? 

আরেক দল আছেন ভারতের নাম শুনলেই নাকি গা গুলিয়ে ওঠে। 

এতো ঘৃণা লইয়া আমরা কি করিবো? 

এই ঘৃণার বিপরীতে আবার আছে পাকিস্তান আর ভারত নিয়ে একদল মানুষের অন্ধ প্রেম! 

এতো প্রেম লইয়াই বা আমরা কি করিবো? 

ঘৃণা এবং প্রেমে এতো অন্ধ হইলে এই দুই দেশের সঙ্গে সম্পর্ক অবজেকটিভলি চালাইবো কেমনে?

সংযুক্তি: কেউ কেউ বলছেন, যে পাকিস্তানীরা আমার দেশের মানুষকে হত্যা করেছে ওদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নাই । ভাইয়েরা, এই জঘন্য অপরাধের বিচার আমরা সবাই চাই । রাষ্ট্রীয় পর্যায়ে চাওয়া উচিত। দায়ী পাকিস্তানিদের শাস্তি হওয়া উচিত ।
কিন্ত তার জন্য সকল পাকিস্তানির জন্য আমরা হোলসেল ঘৃণা বরাদ্দ রাখবো? এমনকি ভূমিকম্পে ধসে যাওয়া দালানের নীচে আটকা পড়া লাশের জন্যেও বরাদ্দ থাকবে সেই ঘৃণা ?

ফেলানী হত্যার অপরাধে সকল ভারতীয়কে ঘৃণা করবো?

কিছু মুসলমান টুইন টাওয়ারে আক্রমণ করেছে এই অভিযোগ দেখিয়ে সকল আমেরিকান সকল মুসলমানকে আজীবন ঘৃনা করে যাবে? আমরা সেটা সমর্থন করবো? ইসলামোফোবিয়া সমর্থন যোগ্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *