প্রগতিশীলদের উপর ফের আঘাত – জিয়াপুর, ছাতক
সিলেট প্রতিবেদক
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অঞ্চলে একাধিক লেখক ও ব্লগারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ করে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদবিরোধী লেখালিখির এবং মতপ্রকাশের কারণে তারা টার্গেট হচ্ছেন। তবে এসব হামলার ব্যাপকতা থাকলেও তা প্রচারের আলো পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভিন্ন মহল।
অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে। একই সাথে বিএনপি এবং জামায়াত এর রাজনীতিতে পুনর্বাসন হয়েছে। কিন্তু মৌলবাদী গোষ্ঠীগুলোর পুনরুত্থান এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত একটি নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।
সর্বসাম্প্রতিক উদাহরণ ছাতকের জিয়াপুরের প্রবাসী লেখক নুরুল আমিনের পরিবারের উপর করা হামলা। ইসলামী মৌলবাদীদের কার্যক্রমের বিরুদ্ধে লেখালেখি করায় গত ২০ অগাস্ট কতিপর দুর্বৃত্তকারী নুরুল আমিনের ছাতকের জিয়াপুরের বাসায় হামলা চালায়। হামলাকারীরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং তার বাবা ও ছোট ভাই আহত হন, যার ফলে তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিতে হয়। এর আগেও একাধিকবার এরা হানা দিয়েছে বলে জানা যায়। হামলাকারীরা হেফাজত এবং হরকাতুল জিহাদ এর সদস্য বলে অনুমান করা হচ্ছে।
নুরুল আমিন ইসলামী মৌলবাদীদের কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে জানা যায় এবং তার লেখা “এথিস্ট ইন বাংলাদেশ” এবং “এথিস্ট নোট,” -এর মতো বিতর্কিত অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এসব প্ল্যাটফর্ম ইসলামী বিভিন্ন গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধিতার শিকার বলে জানা গেছে।
হামলার শিকার পরিবারের সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তা গ্রহণ করতে অনীহা দেখিয়েছে। এতে তারা আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্রমাগত হামলার কারণে এসব পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
