ইসলাম ধর্মকে অবমাননা করবার কারণে রাজবাড়ীতে ফৌজদারী মামলা

নিজস্ব প্রতিবেদক

গত ১৩ই নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে রাজবাড়ি সদর আমলী আদালতে ১৪ জন আসামীর বিরূদ্ধে মামলা জারি করা হয়েছে আজ। আদালত হতে সমর্থিত সূত্রে জানা গেছে রাজবাড়ির মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে এথিস্ট ইন বাংলাদেশে নামক এক ওয়েবপেইজে প্রকাশিত ধর্ম-অবমাননামূলক বিবিধ লিখাকে কেন্দ্র করে এই মামলা জারি করেন। মামলাটি জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত অভিযোগের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমলে নেন। মামলাটির নম্বর  সি.আর. – ৩৬৮/২০২৫।মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৫ক ও ৩৪ ধারার অধীনে গৃহীত হয়।

এথিস্ট ইন বাংলাদেশের প্রকাশক এর সাথে যোগাযোগ করা হলে তিনিও আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন ‘‘এটা খুবই দুঃখজনক, আমরা বাংলাদেশের নাগরিক হয়েও মানের ভাব প্রকাশ করতে পারছি না। প্রশাসন ও আমাদের কোনও সাহায্য করছে না, তারা বরং যেকোনোভাবে হয়রানি-হেনস্থাতে আগ্রহী।” ধর্মানুভূতিতে আঘাত করা কী বাংলাদেশের মতো রাষ্ট্রে সমীচিন কি-না এপ্রশ্নের কোনো উত্তর দিতে অবশ্য পারেননি সম্পাদক।

এথিস্ট নোটের প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ মামলার অন্য আসামীরা হলেন – গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রাহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম।

মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২১শে জানুয়ারী ২০২৬।