ধর্ম অবমাননার দায়ে রাজবাড়ীতে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

ধর্ম অবমাননার অভিযোগে রাজবাড়ি সদর আমলী আদালতে ২৫ জন আসামীর বিরূদ্ধে মামলা জারি করা হয়েছে আজ। আদালত হতে সমর্থিত সূত্রে জানা গেছে রাজবাড়ির রফি আহম্মেদ ফিরোজ বাদী হয়ে এথিস্ট নোট নামক এক ওয়েবপেইজে প্রকাশিত ধর্ম-অবমাননামূলক লিখাকে কেন্দ্র করে এই মামলা জারি করেন। মামলাটি জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট তানজিল আহমেদ মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমলে নেন। মামলাটির নম্বর  সি.আর. – ১৭৬/২০২৫।

আমাদের পত্রিকার পক্ষ থেকে এথিস্ট নোটের সম্পাদক এর সাথে যোগাযোগ করা হলে তিনিও আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন ‘‘এটা খুবই দুঃখজনক, আমরা বাংলাদেশের নাগরিক হয়েও মানের ভাব প্রকাশ করতে পারছি না। প্রশাসন ও আমাদের কোনও সাহায্য করছে না, তারা বরং যেকোনোভাবে হয়রানি-হেনস্থাতে আগ্রহী।” ধর্মানুভূতিতে আঘাত করা কী বাংলাদেশের মতো রাষ্ট্রে সমীচিন কি-না এপ্রশ্নের কোনো উত্তর দিতে অবশ্য পারেননি সম্পাদক।

এথিস্ট নোটের সম্পাদক/প্রকাশক সহ মামলার অন্য আসামীরা হলেন – ফাহিন আলম,  মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মিজানুর রহমান,  মোঃ আল আমিন কায়সার, এম ডি আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, রোমানা আক্তার রুমকি, আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, লিপ্টন কুমার দেব দাস।

মামলার আদেশে ম্যাজিস্ট্রেট রাজবাড়ী থানার ও.সি (ডিটেক্টিভ ব্র্যাঞ্চ) কে তদন্তের জন্যে দায়িত্ব দেন। মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ১৮ই মে ২০২৫।