৬০ ফুট উঁচু প্রতিমায় সরস্বতী পূজা
উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিমায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমবাড়ী গ্রামে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের আমবাড়ী গ্রামের শ্রী শ্রী রাধাগবিন্দ ও গনেশ পাগল সেবাশ্র মণ্ডপে ৬০ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজার আয়োজন করা হয়।
ওই সরস্বতী পূজা দেখার জন্য আমবাড়ী গ্রামের আশপাশের এলাকা থেকে বিভিন্ন লোক এসে জড়ো হয় পূজা মণ্ডপে। এছাড়াও বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, ফরিদপুর. যশোরসহ বিভিন্ন এলাকা থেকে আত্মীয়-স্বজন এসেছে ওই গ্রামে পূজা দেখার জন্য।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে বসেছে তিনদিন ব্যাপী গ্রামীণ মেলা। আয়োজন করা হয়েছে ধর্মীয় যাত্রাপালা ও কবি গানের আসরের।