জিয়ার খেতাবে হাত দিলে, হাত আগুনে পুড়বে: গয়েশ্বর

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সেই হাতে ফোসকা ফুটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সেই হাতে ফোসকা ফুটবে, আগুনে পোড়ার মতো ছাই হয়ে যাবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার এক সমাবেশে গয়েশ্বর রায় এ কথা বলেন। বিএনপির ঢাকা জেলা কমিটি এর আয়োজন করে।

আওয়ামী লীগ সরকারকে প্রতিবেশী দেশের তল্পিবাহক আখ্যায়িত করে গয়েশ্বর বলেন, ‘আমি বছর ৭-৮ আগে বলেছিলাম “দিস গভর্নমেন্ট ইজ নট বাই দ্য পিপল, নট ফর দ্য পিপল, নট অব দ্য পিপল। দিস গভর্নমেন্ট ইজ বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অব দ্য ইন্ডিয়া।” সুতরাং আজকে যা কিছুই হচ্ছে, সে বিষয়ে ভারতের একটি অংশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে না পেলেও মনের দিক থেকে তারা এই দেশটাকে শোষণ করছে।’

অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা প্রেসক্লাবের সামনে হামলা করবেন, পার্টি অফিসের সামনে হামলা করবেন, আমাদের জায়গা দেবেন না। এই বিস্তৃত বাংলাদেশে একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরাও জায়গা দেয়নি। মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে স্টেনগান নিয়ে ধানখেত, গমখেত, খালে-বিলে থেকে ওদের প্রতিহত করেছে। আমাদেরও ধানখেত আছে, আমাদেরও খাল-বিল-নদীনালা আছে। সেই সব দুর্গ থেকে মোকাবিলা করা হবে।’

বিএনপির ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও হাবিব–উন–নবী খান, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *