প্রথম দিনেই বিক্রির রেকর্ড ছাড়াল ওবামার ‘আ প্রমিজড ল্যান্ড’

প্রথম দিনেই বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনী ‘আ প্রমিজড ল্যান্ড’। যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রি-অর্ডার সেলসহ মোট বিক্রি ৮ লাখ ৮৭ হাজার কপি। বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।

পেঙ্গুইন র‌্যান্ডম হাউস জানিয়েছে, তাদের প্রকাশিত যে কোনো সময়ের যে কোনো বইয়ের চেয়ে বারাক ওবামার বইটিই প্রথম দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

আরেকটি প্রকাশনী জানিয়েছে, ওবামার বইটি বিক্রির দিক দিয়ে একটি ‘বিরল’ বই হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। বইটি হ্যারি পটার সিরিজের বইগুলোর মতোই বাজার পাবে। ২০০৭ সালের ২১ জুলাইয়ের পর আর কোনো বই প্রথম দিনে এত বেশি কপি বিক্রি হয়নি।

মঙ্গলবার বারাক ওবামা এক টুইট বার্তায় বলেন, ”আমার আত্মজীবনী আ প্রমিজ ল্যান্ড’ আজ প্রকাশিত হচ্ছে। আশা করছি, আপনারা এটা পড়বেন। এতে আমি প্রেসিডেন্ট থাকাকালের কিছু ঘটনা ও মানুষের ভেতরকার কাহিনী বর্ণনা করতে চেয়েছি। সবচেয়ে বড় কথা হলো, আমার বিশ্বাস বইটি আপনাকে একটা সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *