ইসলাম ধর্মকে হিংসাত্মক ও আগ্রাসীভাবে অবমাননা করার অভিযোগে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি, হিংসাত্মক, আগ্রাসী ও অবমাননাকর মন্তব্য/লিখার অভিযোগে রাজবাড়ির আমলী আদালতের জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট কোর্টে ২৮ জন আসামীর বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে ১৮ মার্চ। আদালত সূত্রে জানা গেছে অত্র এলাকার জাতীয়তাবাদী ও ইসলামপন্থী স্থানীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট মোঃ ফজলুল হক বাদী হয়ে দৈনিক নবযুগ নামক এক অনলাইন পত্রিকায় প্রকাশিত ধর্ম-অবমাননামূলক প্রতিবেদন “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শীর্ষক লিখাকে কেন্দ্র করে উক্ত অনলাইন পত্রিকার সম্পাদিকা এবং উক্ত প্রতিবেদনে অংশগ্রহণ করা অবমাননাকর মন্তব্যকারীদের বিরূদ্ধে এই মামলা দায়ের করেন। মামলাটি সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তামজিদ আহমেদ তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমলে নেন। মামলাটির নম্বর  সি.আর. – ৩০৪/২০২৫।

মামলার আসামীরা হলেন – সম্পাদিকা ইসরাত রশিদ, মহিউদ্দীন মিয়া, সাদিয়া আক্তার, মুনায়েম আহমেদ, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, জান্নাতুন নায়েম জান্নাত, বোগদাদ পিয়ারী রুবি, মিজানুর রহমান,  আব্দুল জলিল মাসুম, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, আল ইমরান আহমেদ, সাদিয়া শারমিন আয়েশা, শাহরিয়ার এমডি নাফিস খান, আফরোজা খানম চৌধুরী, এমডি মাজহারুল ইসলাম, এমডি মানওয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, এমডি মাসুম সাজ্জাদ, এমডি মিজানুর রাহমান, এমডি নূর আলম, ফাতেহা তাসবি, এমডি রহমত আলী খন্দকার ।

মামলার আদেশে সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট রাজবাড়ী থানার ও.সি (ডিটেক্টিভ ব্র্যাঞ্চ) কে মামলাটি তদন্তের জন্যে দায়িত্ব দেন। মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২৫ই জুন ২০২৫। রাজবাড়ী থানার পুলিশ-এর সাথে যোগাযোগ করা হলে জানানো হয় এধরণের অপরাধ শক্ত হাতে দমনের নির্দেশ রয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এবং এধরের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

দৈনিক নবযুগ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সফল হওয়া যায়নি এই খবর লিখার সময় পর্যন্ত।