লিটনকে বিজয়ী করতে মাঠে থাকবে ১৪ দল

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ১৪ দলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার রাতে নগরীর রানিবাজারে লিটনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচন পরিচালনাসহ একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

সমন্বয়সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা ১৪ দল জোটগতভাবে আন্দোলন করেছি, সরকার গঠন করে এখন পর্যন্ত জোটগতভাবেই আছি। আসন্ন রাজশাহী সিটি নির্বাচন ১৪ দল দলগতভাবেই করবে বলে সিদ্ধান্ত হয়েছে। 

রাজশাহী সিটি নির্বাচনে মেয়রসহ বিভিন্ন পদে যারা প্রার্থী হবেন, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করি। 

লিটন আরও বলেন, শুধু সিটি করপোরেশন নির্বাচন নয়, এর পরে জাতীয় সংসদ নির্বাচনও আমরা জোটগতভাবেই করব ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আমাদের মেয়র ঘোষণা করেছেন, আগামীতে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কর্মসংস্থান বাড়াতে হলে শিল্পকারখানাগুলো চালু করতে হবে। সে ক্ষেত্রে আমরা ১৪ দল একসঙ্গে কাজ করব।

রাজশাহী ১৪ দলের সমন্বয়ক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর নাপের সভাপতি সাইদুল ইসলাম, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।