র্যাংগস তরুকাব্য: গল্পের শুরুটা এখানেই
ঢাকায় বছরে জীবন-জীবিকার প্রয়োজনে প্রবেশ করছে প্রায় লাখো মানুষ, যাদের আবাসন চাহিদা মেটানোর জন্য প্রতিবছরই নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। দেশের আবাসন খাতের বিগত কয়েক বছরের ইতিবাচক ধারা এই শিল্পের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে এই খাতের।
করোনা মহামারির প্রতিকূলতা কাটিয়ে আবাসন খাত আবার ঘুরে দাঁড়াচ্ছে আর ক্রেতাদেরও এই খাতে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। গত ৩ বছরে ঢাকায় বাসাভাড়া বেড়েছে গড়ে প্রায় ৮ শতাংশ, যা আবাসন বিনিয়োগে ঢাকাকে করেছে আরও আকর্ষণীয়। এক সমীক্ষায় দেখা গেছে, আবাসনের চাহিদার ক্ষেত্রে মিরপুর গ্রাহকের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, যার অন্যতম কারণ বলা যায় নির্মাণ সমাপ্তির পথে থাকা মেট্রোরেল প্রকল্পকে।
দেশের অন্যতম আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান ব্যাংগস প্রপার্টিজ লিমিটেড (http://rangsproperties.com/) বরাবরই সময়োপযোগী ও নান্দনিক স্থাপত্যের জন্য পরিচিত। তারই এক নতুন সংযোজন হিসেবে বেগম রোকেয়া সরণিতে নির্মিত হচ্ছে কন্ডোমিনিয়াম ধাঁচের মেগা প্রকল্প র্যাংগস তরুকাব্য (https://rangsproperties.com/projects/torukabbo।) ।