অর্পিতার ফ্ল্যাটে আরো টাকার বস্তা আর গয়না, যা বলছেন শ্রীলেখা
ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট থেকে প্রায় ২৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার করা হয়েছে ছয় কেজির বেশি সোনাও। ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি।
ওয়ার্ডরবে সবই পাঁচ শ টাকা এবং দুই হাজার টাকার নোট।
রাতভর গণনা শেষে বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে ১০টি ট্রাংক নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে। বৃহস্পতিবার সকালে নামিয়ে আনা হয় ট্রাংকগুলো। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি কর্মকর্তারা।
বিষয়টি নিয়ে বেশ মজা করেই তৃণমূলকে খোঁচা মেরেছেন শ্রীলেখা। ফেসবুকে উদ্ধারকৃত টাকা ও গয়নার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবা-মা কী শিক্ষা দিলে গো, কেন তিনোমূলি (তৃণমূল) হলেম না গোওওওওওও…’
মমতা সরকারের সমালোচনায় সব সময় মুখর থাকেন অভিনেত্রী শ্রীলেখা। অর্পিতার বাসা থেকে এ মাসের ২৩ জুলাই নগদ ২১ কোটি রুপি, প্রায় ৫০ লাখ রুপি মূল্যের গয়না, প্রচুর বিদেশি মুদ্রা ও ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে সময়ও কথা বলেছিলেন শ্রীলেখা।
গণমাধ্যমকে শ্রীলেখা বলেছেন, ‘একে একে সব রাঘব বোয়াল সামনে আসবে। কথায় আছে না, কান টানলে মাথা আসে। এবার বড় বড় মাথারা ধরা পড়বে। ’
শ্রীলেখার দাবি, সিনেমা জগৎটা নিয়ন্ত্রণ করেন রাজনৈতিক ব্যক্তিরা। তার ভাষ্য, ‘পুরো চলচ্চিত্র জগৎ এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত। আমাকে ২১ জুলাই মঞ্চে দেখা যায় না। আমি মিছিলে হাঁটি না। একটি অন্য কোনো দলের সমর্থক বলে তিন মাস কোনো কাজের সুযোগ আসেনি। ’