অমিত হাসানের প্রশ্ন, কে এই পান্না চৌধুরী?
বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আগামী ১৭ ফেব্রুয়ারি। আর এই দিনটি উপলক্ষে কথিত মান্না ভক্ত পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই আয়োজনে উপস্থিত থাকবেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান। কিন্তু সময় সংবাদকে মান্নার স্ত্রী এবং অমিত হাসান দুজনই জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
অমিত হাসান বলেন, কে এই পান্না চৌধুরী? তাকে আমি চিনিই না। ভাবিকেও বলেছি বিষয়টি। তিনি তাকে চেনেন না। এছাড়া পান্না চৌধুরী মান্না ফাউন্ডেশনের কমিটির কোনো সদস্য না হয়েও সদস্য সংগ্রহের জন্য মান্নার ভক্তদের ফেসবুক ফ্যানপেজ ও গ্রুপগুলোতে পোস্ট করেছেন; যা অন্যায় ও প্রতারণা। আমি ওই ব্যক্তিকে বলব এই সকল প্রতারণা থেকে সরে দাঁড়ান।
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্নার সাথে যোগাযোগ করা হলে তিনি সময় সংবাদকে বলেন, ‘এই ব্যক্তিকে আমি চিনিই না। আমাদের সাথে তার কোনো যোগাযোগ কিংবা কোনো সম্পর্ক নেই। এমনকি ফাউন্ডেশনের সদস্যও নন তিনি।’
মান্নার ভক্তদের উদ্দেশে শেলী মান্না জানান, আপনারা যারা মান্নাভক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কারো কথায় প্রভাবিত হবেন না। মান্নার সকল কর্মকাণ্ড কৃতাঞ্জিল চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘কৃতাঞ্জলি’ ও ফেসবুক গ্রুপ ‘মান্না অফিসিয়াল’ থেকে সবসময় আপডেট পাবেন।’
‘প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে জানানো হয়েছে এই ধরনের বিষয়ের সাথে যারা জড়িত আছেন তাদের সতর্ক করা হচ্ছে। এরপরও সতর্ক না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বিষয়টি নিয়ে পান্না চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি টাঙাইলের এলেঙ্গায় আসেন, জানতে পারবেন।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রয়াত চিত্রনায়ক মান্নার ফ্যানক্লাবসহ চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ’র কথা বলে ভক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করাসহ মিলাদ মাহফিল আয়োজন করার বিষয়ে স্ট্যাটাস দেন পান্না চৌধুরী।