টিকা নিয়ে ব্যবসা বন্ধের আহ্বান মান্নার
করোনাভাইরাসের টিকা নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠান ব্যবসা করছে দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, টিকা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করতে হবে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, বাংলাদেশে টিকা সরবরাহের মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি টিকায় প্রায় ১১ ডলার মুনাফা করবে। তাঁর মতে, ‘এর চেয়ে বড় ডাকাতি আর হতে পারে না।’
করোনা টিকা কারা আগে পাবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সর্বশেষ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মাহমুদুর রহমান মান্না। তিনি দাবি করেন, কেবল সরকারকে যারা ক্ষমতায় রাখবে, তারাই আগে টিকা পাবে। ‘ভোট ডাকাত’দের আগে টিকা দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।