ফাইজারের দ্বিতীয় ডোজ নিলেন প্রথম টিকা গ্রহণকারী সেই নারী

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যে ফাইজার-বায়েএনটেকের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন প্রথম এই টিকা গ্রহণকারী সেই নারী।

প্রথম ডোজ গ্রহণের ২১ দিন পর মঙ্গলবার মার্গারেট ক্যানন নামের এই নারী এই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এর আগে গত ৮ ডিসেম্বর ট্রায়ালের বাইরে বিশ্বে প্রথমবারের মতো ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা গ্রহণ করেন ৯১ বছর বয়সী ক্যানন। ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রি অ্যান্ড ওয়ারইউকসহায়ার এনএইচএস ট্রাস্ট কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের অধ্যাপক অ্যান্ডে হার্ডি বলেন, ক্যানন বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের টিকা গ্রহণ করেছিলেন। নির্দিষ্ট সময় পর তাকে দ্বিতীয় ডোজ দিতে পারায় আমরা আনন্দিত।

ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্যবহারের অনুমোদন দেয় ব্রিটেন।

উৎপাদকদের দাবি, পরীক্ষার চূড়ান্ত ধাপে ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে। ভ্যাকসিনটির চার কোটি ডোজের অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার। এই টিকা ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *