পাকিস্তানে করোনা আক্রান্ত ২ লাখ ছাড়াল

পাকিস্তানেও দ্রুত সংক্রমণ ঘটছে প্রাণঘাতী করোনাভাইরাসের। দেশটিতে রোববার করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়ে গেছে। আর মৃত্যুও ছাড়িয়ে গেছে ৪ হাজার।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটে বলেছেন, দেশে ‘স্মার্ট লকডাউন’ জারি রয়েছে। এতে শিগগিরই মহামারিকে পরাস্ত করা যাবে। খবর ডন নিউজের।

পাকিস্তানে করোনা বিষয়ক ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার একদিনে দেশটিতে ৩ হাজার ৭০৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২ লাখ ১ হাজার ৪১৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। এতে প্রাণহানি ঘটলো মোট ৪ হাজার ৯৮ জনের।

এদিকে পাকিস্তানে হঠাৎ করেই করোনা পরীক্ষা কমিয়ে দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

এনসিওসির বৈঠকে রোববার জানানো হয়, গত ২১ জুন সারা দেশে ৩০ হাজার ৫০০ জনের করোনা পরীক্ষা করা হয়। তবে এরপর থেকে ক্রমাগত কমেছে পরীক্ষার সংখ্যা। সর্বশেষ শনিবার পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩৩টি নমুনা। পাকিস্তানে এখন পর্যন্ত মোট সাড়ে ১২ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *