৭ দিনেই প্রাণ গেছে ৫০ হাজার মানুষের, মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের চার মাস পর গত ১০ এপ্রিল বিশ্বেজুড়ে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল, আর তার মাত্র এক সপ্তাহের মধ্যে আরও ৫০ হাজার মানুষের মৃত্যুতে এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির শুক্রবার রাতে হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজার ৯৪৮ জন।

এই সময় পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ৪ হাজার ৫১১ জন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৪ হাজার ৫২৫ জন।

করোনাভাইরাসে মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশটিতে প্রায় ৩৩ হাজার মানুষ মারা গেছে কোভিড-১৯ রোগে। দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে এই সংখ্যা ১০ হাজার বেশি।

এদিকে বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের পর এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৩৮ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *