করোনার প্রভাবে বিমানখাতে ক্ষতি দাঁড়াবে ৩ হাজার কোটি ডলার

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্ব অর্থনীতির নানা খাত ক্ষতির মুখে পড়েছে। বাদ নেই বিমান শিল্পও। গ্লোবাল এয়ারলাইন্স ইন্ড্রস্ট্রি জানিয়েছে, প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী এ বছর বিমানখাতে ৩ হাজার কোটি ডলার আয় হ্রাস পাবে। 

আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) পূর্বাভাস দিয়েছে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বিমান ভ্রমণের চাহিদা এ বছর কমে যাবে। খবর বিবিসির

চীন এবং এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশে বিমান সংস্থাগুলোতে এর বেশি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।  

আইএটিএয়ের পূর্বাভাস বলছে, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিমান সংস্থাগুলি ২০২০ সালে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলার রাজস্ব হ্রাস হারাবে। এ ছাড়া এশিয়ার বাইরের বিমানের আয় ১ হাজার ২০০ কোটি ডলার কমে যাবে। 

আইএটিএ আরও জানিয়েছে, চীন একাই বিমান খাতে ১ হাজার ২৮০ কোটি ডলার উপার্জন হারাতে চলেছে।

বিমান সংস্থাগুলোর জন্য বছরটি খুবই কঠিন হবে বলে মন্তব্য করেছেন আইএটিএর মহাপরিচালক আলেকজান্দ্রি দে জুনিয়াক।

আইএটিএ অবশ্য ক্ষতির পরিসংখ্যাটি আনুমানিক বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলছে, ২০০৩ সালে চীনে সার্সের প্রাদুর্ভাবের সময় বিমান শিল্পে যে প্রভাব পড়েছিল সেটার ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান করা হয়েছে। 

পূর্বাভাসটি যদিও চীনকে কেন্দ্র করেই রয়েছে, তবে আইএটিএ সতর্ক করেছে, সংক্রমণটি আরও ছড়িয়ে পড়লে পরিস্থিতি পরিসংখ্যানের চেয়ে খারাপ হতে পারে। 

এদিকে অস্ট্রেলিয়ার কান্টাস এয়ারলাইন্স জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বিমান খাতে তাদের আয় ১৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমে যাবে। অন্যদিকে ইউরোপীয় এয়ার-ফ্রান্স কেএলএম এয়ালাইন্স বলছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিমানখাতে তাদের ক্ষতি পরিমাণ দাঁড়াবে ২০০ মিলিয়ন ডলার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *