প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী নিকোলস মারা গেছেন

হলিউডের কালজয়ী অভিনেত্রী নিশেল নিকোলস মারা গেছেন। গত ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সিলভার সিটিতে ৮৯ বছর বয়সে এই অভিনেত্রীর মৃত্যু হয়।

জানা গেছে, বার্ধক্যের কারণেই তার মৃত্যু হয়েছে। মায়ের মৃত্যুর খবর জানিয়ে নিকোলসের ছেলে কাইল জনসন ফেসবুকে লিখেন, ‘তিনি সব সময়ই আমাদের মাঝে থাকবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা জুগিয়ে যাবেন।

নিশেল নিকোলস ৬০ এর দশকের জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক টিভি সিরিজ স্টার ট্রেকে অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি লাভ করেছিলেন।

নিশেল নিকোলস স্টার ট্রেকে লেফটেন্যান্ট নিয়োতা উহুরার নামভূমিকায় অভিনয় করে এক নতুন যুগের সূচনা করেন। প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে তিনি এই সিরিজে একটি কর্তৃত্বপরায়ণ নারী চরিত্রে অভিনয় করেন।

পরবর্তীতে নারী ও কৃষ্ণাঙ্গ-আমেরিকানদের নভোচারী হতে উৎসাহিত করার জন্য আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশেলকে নিয়োগ দেয়।