দৈনিক নবযুগের বিতর্কিত প্রতিবেদনকে ঘিরে রাষ্ট্রদোহীতার মামলার আসামীদের বিরূদ্ধে তদন্তে অগ্রগতি

২৭শে মার্চ ২০২১ এ দৈনিক নবযুগ এ প্রকাশিত আল-জাজিরার কুখ্যাত ডকুমেন্টারী “অল দ্যা প্রাইম মিনিস্টার’স মেন” ও কারাগারে অন্তরীন থাকা অবস্থায় লেখক ও কার্টুন-ক্যাপশনিস্ট মুশতাক আহমেদ এর মৃত্যুকে উপজীব্য করে সরকার ও সেনাবাহিনী বিরোধী অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা চালানোর অভিযোগে বঙ্গবন্ধু আইনজীবী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক কর্তৃক বিতর্কিত দৈনিক নবযুগের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত পিবিআই (ঢাকা মেট্রো) বরাবর প্রেরণ করা হয়েছে এবং তদন্তে চাঞ্চল্যকর তথ্যাদি বেরিয়ে এসেছে। 

বিশেষ করে সুনির্দিষ্ট যে প্রতিবেদনের প্রেক্ষিতে মামলা জারি করা হয়েছে, সে প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বলে জানা গেছে। গত ২৫শে আগস্ট ২০২১ এ তারিখে জারি করা এ-মামলার দ্বিতীয় আদেশের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-(০৫)-এর অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হক ঢাকা মেট্রো পিবিআই-কে মামলা সংক্রান্ত অভিযোগের তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে, পিবিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে অভিযুক্তদের বেশিরভাগই বিদেশে, প্রধানত ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বলে প্রতীয়মান এবং এটি স্পষ্ট যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রভাবশালী অংশগুলির সাথে ঘনিষ্ঠভাবে, গোপনে এবং কখনও কখনও স্পষ্টভাবে কাজ করছে। এটি আপাততঃ পরিষ্কার যে দৈনিক নবযুগ-এর প্রকাশিত এই প্রতিবেদন এবং অন্যান্য সমধারার প্রতিবেদনের প্রধান উদ্দেশ্য বর্তমানে নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের অভ্যন্তরে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা এবং সরকার, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সম্পর্কে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা ও অস্থিথিশীলতা সৃষ্টি করা।  এই মামলার অভিযুক্তদের মধ্যে নিম্নোক্তদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে পিবিআই সূত্র জানানঃ শহীদুল ইসলাম জায়গীরদার, শিপলু কুমার বর্মণ, মুকিত চৌধুরী, মোঃ জাকির হোসাইন, আহসানুল হুদা সরকার, মোঃ রাজিম হোসাইন, মোঃ মাসুম সাজ্জাদ, মোঃ আশিফ হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আল আমিন কায়সার, এবং মোঃ রুকন মিয়া। মামলার (সি.আর. – ১২০/২০২১) অন্যান্য আসামীদের সনাক্ত করবার প্রক্রিয়া চলমান। মামলাটি বর্তমানে বিচারাধীন। 

সূত্রঃ TheBDNews24.net