জাতীয় যুব হকি শুরু
দেশের ৫৭টি জেলার অংশগ্রহণে শুরু হয়েছে আল আরাফা ইসলামি ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা। গতকাল বিকালে ঢাকা ভেন্যুর খেলা মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধন হয়। উদ্বোধনী দিনের খেলায় ঢাকা জেলা ১৩-০ গোলে শরীয়তপুরকে এবং বিকেএসপি ১২-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়ে শুভসূচনা করে।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ¦ সেলিম রহমান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ উপস্থিত ছিলেন। আজ একই ভেন্যুতে গাজীপুর ও শরীয়তপুর এবং কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ লড়বে।