রাশিয়ান যুদ্ধবিমান দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলা মিয়ানমারের

রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ইয়াক-১৩০ দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহের ‌কার্যক্রম চালাচ্ছে মিয়ানমান উইটনেস নামে লন্ডনভিত্তিক একটি সংগঠন। তারা ওপেন-সোর্সের একটি তদন্তের বিষয়টি যাচাই করে বেশ কয়েকবার আনগাইডেড রকেট ও কামান ব্যবহারের প্রমাণ পেয়েছে। 

এ ব্যাপারে মিয়ানমার উইটনেস জানায়, বেশ কয়েকবার রাশিয়ার তৈরি ‍দুই আসনবিশিষ্ট ভূমিতে আঘাত হানতে সক্ষম যুদ্ধবিমান ইয়াক-১৩০ ব্যবহারের বিষয়টি যাচাই করেছে মিয়ানমার উইটনেস। তদন্তে বিশ্বাসযোগ্য সূত্র ও ভৌগলিক অবস্থানের মাধ্যমে জানা গেছে জনবহুল এলাকায় ইয়াক-১৩০ দিয়ে হামলা চালানো হয়েছে। 

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত মাসে ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, অন্তত একটি ইয়াক-১৩০ দুইবার উড়তে এবং ভূমিতে আনগাইডেড রকেট দিয়ে বেশ কয়েকটি হামলা চালাতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি ইয়াক-১৩০ কমপক্ষে পাঁচবার উড়তে এবং ১৮ বার গুলি ছুড়তে দেখা গেছে।