ব্রাজিলে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল, বিশ্বে ২৫ লক্ষাধিক
ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি তিন লাখ ২৬ হাজার আটজন এবং মারা গেছে দুই লাখ ৫০ হাজার ৭৯ জন।
সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯২ লাখ ৮১ হাজার ১৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে সাত লাখ ৯৪ হাজার নয়শ ১১ জন।
দেশটিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে আট হাজার তিনশ ৭৮ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় তিন নম্বরে রয়েছে ব্রাজিল। করোনায় আক্রান্তের দিক থেকে তিন নম্বরে থাকলেও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
ব্রাজিলের চেয়ে কেবল যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ৮৯ লক্ষাধিক এবং মারা গেছে পাঁচ লাখ ১৮ হাজার তিনশ ৬৩ জন।