সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল, কোনো জটিলতা নেই
ভয় পাইয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। কিছুদিন আগে একবার মৃদু হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ আবার বুকে ব্যথার কারণে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় সৌরভকে। হাসপাতালটির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কোনো বিপদ ঘটেনি।
সৌরভের শারীরিক অবস্থা নিয়ে অ্যাপোলো হাসপাতালের স্বাস্থ্যবার্তায় বলা হয়, ‘হৃদপিণ্ডের পরিস্থিতি দেখাতে হাসপাতালে এসেছেন ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলী। তিনি শেষবার হাসপাতাল ছাড়ার পর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। শারীরিক অবস্থা যাচাইয়ের গুরুত্বপূর্ণ অনুমিতিগুলো স্থিতিশীল আছে।’
সৌরভের ঘনিষ্ঠজনের সূত্রমতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিয়মিত চেকআপের অংশ হিসেবে হাসপাতালে গিয়েছেন তিনি। এ নিয়ে সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছে এএনআই, ‘কোনো জটিলতা নেই। এটা স্রেফ নিয়মিত চেকআপ।’
কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম আজ দুপুরে সৌরভের শারীরিক অবস্থার অবনতির খবর গুরুত্ব সহকারে প্রকাশ করে। বলা হয়, গতকাল রাতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। কাল বিকেলেও বুকে ব্যথা অনুভব করছিলেন। আজ দুপুরে ব্যথা বাড়লে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কলকাতা পুলিশের সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিল, গ্রিন করিডোর করে হাসপাতালে নেওয়া হয় সৌরভকে। জরুরি অবস্থার কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নিতে গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়।
সৌরভের দীর্ঘদিনের চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতে কাল স্টেন্ট পরানো হবে বলে জানিয়েছে উডল্যান্ড হাসপাতাল
এর আগে ২ জানুয়ারি বুকে ব্যথার কারণে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। তখন তাঁর তিনটি করোনারি ধমনিতে ব্লক ধরা পড়েছিল। চিকিৎসকেরা তখন একটি স্টেন্ট পরিয়েছিলেন তাঁর ধমনিতে। আজ সৌরভ আবারও হাসপাতালে ভর্তি হওয়ার পর এক বিবৃতি দিয়েছে উডল্যান্ড হাসপাতাল।
সৌরভের দীর্ঘদিনের চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতে কাল স্টেন্ট পরানো হবে বলে জানিয়েছে উডল্যান্ড হাসপাতাল, ‘আজ বুকে অস্বস্তি অনুভব করেছেন তিনি (সৌরভ)। অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। দুই চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল দেখছেন। চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতে কাল চিকিৎসক আফতাব খান তাঁর স্টেন্টিং করবেন।’