এই জার্সি পরেই উইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা

আর মাত্র দুই দিন পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজের মাধ্যমে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মুজিববর্ষে এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২‌১’। আজ উন্মোচন করা হয়েছে টাইগারদের জার্সি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই জার্সিতে যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধে বাঙালির স্মারক চিহ্ন। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনাই বটে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্য যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছেন সেটা তুলে ধরেছি। এর সঙ্গে আমাদের স্মৃতিসৌধও জার্সিতে তুলে ধরেছি।’

করোনাভাইরাস মহামারীর কারণে কর্মসূচিগুলো যথাযথভাবে করা না যাওয়ায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। করোনা মহামারীর কারণে স্টেডিয়ামে সাধারণ দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। তবে সীমিত আকারে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সরদের জন্য প্রবেশাধিকার দেওয়া হয়েছে। স্বাধীনতার স্মারক খচিত জার্সি ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের প্রশংসা আদায় করেছে। একইসঙ্গে জার্সির সামনে ‘বাংলাদেশ’ নামের অনুপস্থিতির সমালোচনাও করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *