রোমে থার্টিফার্স্টের আতশবাজিতে প্রাণ গেছে শতশত পাখির

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও এবার ইংরেজি নববর্ষ উদযাপন হয়েছে খুব স্বল্পপরিসরে। কিন্তু তাতেই দেশটির রাজধানী রোমে ঘটে গেছে অন্য রকম বিপর্যয়। থার্টিফার্স্ট নাইটের আতশবাজিতে মারা পড়েছে শতশত পাখির। দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলো এই ঘটনাকে ‘‌নৃশংস হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

জানা গেছে, রোমের প্রধান রেলস্টেশনে নতুন বছরের প্রথম সকালে কয়েকশ’ স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও আহত হয়ে পড়ে ছিল আরও অনেক পাখি।

পাখিগুলোর মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমেলস (ওআইপিএ) জানিয়েছে, উচ্চশব্দের পটকা ফোটানো ও আতশবাজি পাখিদের এই মৃত্যুর জন্য দায়ী।

সংগঠনটির ইতালি শাখার মুখপাত্র লোরেডানা দিলিও বলেন, ‘হতে পারে আতশবাজির উচ্চশব্দে ভয়ে প্রাণ হারিয়েছে পাখিগুলো। কিংবা তারা ভয়ে একসঙ্গে উড়তে গিয়ে নিজেদের মধ্যে ধাক্কা লেগেও প্রাণ হারাতে পারে। আবার হতে পারে পাখিগুলো ভয়ে উড়তে গিয়ে দিশেহারা হয়ে কোনো স্থাপনা বা বিদ্যুতের লাইনে আটকে মারা গেছে। হার্ট অ্যাটাকেও প্রাণ হারাতে পারে পাখিগুলো।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *