করোনার উৎস খুঁজতে শিগগিরই চীনে যেতে চায় ডব্লিউএইচও
করোনাভাইরাসটির উৎস সম্পর্কে গবেষণা করতে যত তাড়াতাড়ি সম্ভব চীন সফর করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এ কথা বলেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
এক সংবাদ সম্মেলনে গেব্রিয়াসুস বলেন, আমরা পরিকল্পনা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজে নামার আশা করছি। এর আগে ডিসেম্বরের শুরুতে সংস্থাটির প্রধান বলেছিলেন, করোনাভাইরাসের সম্ভাব্য উৎস বের করার সব চেষ্টা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভবিষ্যতে করোনার বিস্তার ঠেকাতে এর উৎস জানা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস রহস্যের গভীরে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেসব সমালোচক ডব্লিউএইচও করোনা ব্যবস্থাপনা নিয়ে এবং চীনের বিরুদ্ধে পক্ষপাত নিয়ে কথা বলছেন, তাদের বিষয়টি রাজনৈতিকীকরণ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
ডব্লিউএইচওর প্রধান বলেন, সংস্থাটির অবস্থান অত্যন্ত পরিস্কার। আমরা ভাইরাসটির উৎস জানতে চাই। কারণ ভবিষ্যতের বিস্তার ঠেকাতে তা সাহায্য করতে পারে।
কয়েক মাস ধরেই ডব্লিউএইচও চীনে আন্তর্জাতিক গবেষকদের একটি দল পাঠাতে চেষ্টা চালাচ্ছে। দেশটিতে কোন প্রাণী থেকে ভাইরাসটির উৎপত্তি ঘটেছে এবং কীভাবে মানুষের মাঝে ছড়িয়েছে, তা খতিয়ে দেখতে চায় সংস্থাটি।