ট্রাফিক সার্জন্টের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার আবেদন
ঢাকা: মোটরসাইকেলের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দুই হাজার টাকা চাঁদা না দেওয়ায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মতিঝিল ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সেলিমের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক আইনজীবী।
সোমবার (০৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটির আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে দুপুরে এ সংক্রান্ত আদেশ দেবেন বলে জানিয়েছেন।