অনুরোধে টিকা নেওয়ার অভিনয় করে মন্ত্রীর ভিডিও ভাইরাল
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের টিকা নেওয়ার অভিনয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য মন্ত্রী বলেছেন, তিনি প্রথমে টিকা নেন। তবে টেলিভিশন সাংবাদিকদের কেউ কেউ সেটার ফুটেজ পাননি। তাঁদের অনুরোধেই তিনি টিকা নেওয়ার অভিনয়টি করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার বলা হয়, টিকা নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রটি মন্ত্রী দেখেছেন। যেখানে ভিডিও সম্পাদনা বা এডিট করে মন্ত্রী টিকা নেননি বলে অপপ্রচার চালানো হচ্ছে।
প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিক ভবনে করোনার টিকা নেন। সাংবাদিকদের অনেকে সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। টিকা দেওয়ার কক্ষে স্থান সংকুলান না হওয়ায় কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি। তাঁদের অনুরোধেই টিকা নেওয়ার অভিনয় করা হয়।
বিজ্ঞপ্তিতে মন্ত্রীর টিকা নেওয়ার ভিডিওচিত্রের ওপরের লিংকও দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্ত্রী টিকা নেননি বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের অংশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।