এক টাকা দেনমোহরে বিয়ে!

মাত্র এক টাকা দেনমোহরে বিয়ে করেছেন এক তরুণী। বিপাশা আজিজ নামে ২৫ বছর বয়সী এই তরুণী মাদারীপুরের সাহেবের চর মহল্লার আজিজুল হকের মেয়ে। শুক্রবার আশীকুজ্জামান চৌধুরী (৩০) নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

এক টাকা দেনমোহরে বিয়ে

জানা যায়, বর আশীকুজ্জামান চৌধুরী ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুর মহল্লার আসাদুজ্জামান চৌধুরীর ছেলে।

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় মেজবান পার্টি সেন্টারে শুক্রবার দুপুরে এই বিয়ে সম্পন্ন হয়।

বিপাশা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের অনুমতি সাপেক্ষে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

বিপাশা বলেন, বিয়ের কথাবার্তা যখন চূড়ান্ত হয় তখন তার বাবা-মা তাকে সিদ্ধান্ত নিতে বলেন। তিনি ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

marriage denmohor one taka innerএক টাকা দেনমোহরে বিয়ে

‘যার সঙ্গে আমার সারা জীবন ঘর-সংসার করতে হবে, তার প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। অর্থমূল্যে বিয়ের সম্পর্ককে বিচার করতে চাইনি। সে কারণেই নিয়ম রক্ষার জন্য এক টাকার দেনমোহরে বিয়ে করেছি,’ বলেন তিনি।

জানা যায়, এদিন উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বিয়ের কাবিন হয়। বর-কনের আত্মীয়-স্বজনরা জানান, কনে যেহেতু আর্থিকভাবে সচ্ছল, তাই আগে থেকেই দেনমোহর না নেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু কাবিননামায় টাকার অঙ্ক লেখার একটা নির্ধারিত জায়গা রয়েছে, তাই এক টাকা লিখেছেন।

এদিকে, কনের ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন বলে জানান বর আশীকুজ্জামান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *