Sunday, 19/11/2017 | 12:30 UTC+6
দৈনিক বাংলাদেশ

শোক বার্তা

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স আজ এক শোক বার্তায় হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, হালুয়াঘাটে শিক্ষার প্রসারে এবং রাজনৈতিক সংস্কৃতি ও সহনশীলতা রক্ষায় মরহুম খোরশেদ আলম ভূইয়া অবদান রেখেছেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, খোরশেদ আলম ভূইয়া দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন(ইন্না….রাজেউন)।
পৃথক এক শোকবার্তায় বিএনপি হালুয়াঘাট উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক এ,কে,এম এনায়েত উল্লাহ কালাম অধ্যক্ষ খোরশেদ আলম ভূইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

About

Comments

comments

সম্পাদক
মফিজুল ইসলাম অলি
ফুলপুর, মোবা: 01712344037

সহকারী সম্পাদক
01. আনছারুল হক রাসেল
হালুয়াঘাট, মোবা: 01750040090
02. শাহ্‌ মোঃ নাফিউল্লাহ সৈকত
ফুলপুর, মোবা: 01711129901

প্রকাশক
রাকিবুল ইসলাম রাকিব
নালিতাবাড়ী, মোবা: 01715560895

বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রবি
ধোবাউড়া, মোবা: 01911415636