Sunday, 19/11/2017 | 4:05 UTC+6
দৈনিক বাংলাদেশ

শেরপুরে আগাম ঈদুল ফিতর উদযাপিত

সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুরের ৮টি স্থানে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে ১০ টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন।

শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজোনর বানেশ্বর্দী সহ ৮টি স্থানে পৃথকভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ঈদের জামাতে দেড় হতে দুশত জনের মতো মুসল্লি অংশ নেয়।

ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল আটটায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কোলাকুলি শেষে তারা প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী

About

Comments

comments

সম্পাদক
মফিজুল ইসলাম অলি
ফুলপুর, মোবা: 01712344037

সহকারী সম্পাদক
01. আনছারুল হক রাসেল
হালুয়াঘাট, মোবা: 01750040090
02. শাহ্‌ মোঃ নাফিউল্লাহ সৈকত
ফুলপুর, মোবা: 01711129901

প্রকাশক
রাকিবুল ইসলাম রাকিব
নালিতাবাড়ী, মোবা: 01715560895

বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রবি
ধোবাউড়া, মোবা: 01911415636