Sunday, 19/11/2017 | 4:10 UTC+6
দৈনিক বাংলাদেশ

নালিতাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নালিতাবাড়ী প্রতিনিধ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে সড়ক দূর্ঘটনায় মো. আশরাফ আলী (৫৫) নামে এক দলিল লেখত নিহত হয়েছেন। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে উপজেলার নয়াবিল ইউনিয়নের মধ্য আন্ধারুপাড়া গ্রামের মৃত- শুকুর মাহমুদের ছেলে।

নিতহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে আশরাফ আলী ব্যাটারি চালিত অটোরিকশাযোগে নালিতাবাড়ী শহরে আসছিলেন। উপজেলার শিমুলতলা দুইলেন সড়কে ওই আটোরিকশা এসে পৌঁছালে আরেকটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি উল্টে গিয়ে আশরাফ গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোক জন তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী নালিতাবাড়ী উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের ভাতিজা রায়হান আহমেদ রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About

Comments

comments

সম্পাদক
মফিজুল ইসলাম অলি
ফুলপুর, মোবা: 01712344037

সহকারী সম্পাদক
01. আনছারুল হক রাসেল
হালুয়াঘাট, মোবা: 01750040090
02. শাহ্‌ মোঃ নাফিউল্লাহ সৈকত
ফুলপুর, মোবা: 01711129901

প্রকাশক
রাকিবুল ইসলাম রাকিব
নালিতাবাড়ী, মোবা: 01715560895

বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রবি
ধোবাউড়া, মোবা: 01911415636