Thursday, 19/10/2017 | 4:24 UTC+6
দৈনিক বাংলাদেশ

ধোবাউড়ায় ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতিঃ একজনের মৃত্যুঃনগদ অর্থ ও টিন বিতরনঃ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গত রবিবার দিবগত রাত ১১ টা ৩০ মিনিটে ধোবাউড়া উপজেলায় ব্যাপক ঝড় ও শিলা বৃষ্টিতে বসত ঘরে গাছ পড়ে এক বৃদ্বার মৃত্যু সহ বোরো, সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।উপজেলার গোয়তলা ইউনিয়নে পাথাইলগাঁও গ্রামে ঝড়ে শতাধিক গাছ ও ঘর বাড়ীর ভেঙ্গে ক্ষতি সাধিত হয়।এতে বসত ঘরে গাছ পড়ে পাথাইলগাঁও গ্রামের ধরনী কান্দ্র সরকারের ছেলে ধীরেন্দ্র চন্দ্র সরকার (৬৫) মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনা স্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ অর্থ ও টিন প্রদান করেন। অন্যদিকে কৃষক মমতাজ উদ্দিন, মানিক ও আব্দুল ছাত্তার জানায় শিলা বৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরম্নজ্জামান জানান শিলা বৃষ্টিতে বোরো ফসলের মারাত্মক ক্ষতি হয়নি,তবে সবজির ক্ষতি হয়েছে।

About

Comments

comments

সম্পাদক
মফিজুল ইসলাম অলি
ফুলপুর, মোবা: 01712344037

সহকারী সম্পাদক
01. আনছারুল হক রাসেল
হালুয়াঘাট, মোবা: 01750040090
02. শাহ্‌ মোঃ নাফিউল্লাহ সৈকত
ফুলপুর, মোবা: 01711129901

প্রকাশক
রাকিবুল ইসলাম রাকিব
নালিতাবাড়ী, মোবা: 01715560895

বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রবি
ধোবাউড়া, মোবা: 01911415636