Thursday, 19/10/2017 | 4:24 UTC+6
দৈনিক বাংলাদেশ

ফুলপুরে এমপি শরীফ কে মিথ্যা কুটুক্তি করায় ছাএলীগের প্রতিবাদ মিছিল

বিশেষ প্রতিনিধিঃ-

ময়মনসিংহ – ২ আসনের সাংসদ শরীফ আহমেদ কে নিয়ে মিথ্যা কুটুক্তি করার প্রতিবাদে শুক্রবার বিকালে ফুলপুর উপজেলা ছাএলীগ ও পৌর ছাএলীগ বিক্ষোভ মিছিল করেছে। ফুলপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও ফুলপুর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটুর নির্দেশে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। উপজেলা ছাএলীগ নেতা ইরশাদ হোসেন লিমন, অপু, নয়ন, প্রীতম, শোভন ও পৌর ছাএলীগ সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে বক্তারা বলেন পাঁচ পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম এম শামছুল হকের সুযোগ্য সন্তান এমপি শরীফ আহমেদ অক্লান্ত পরিশ্রম করে যখন ফুলপুর-তারাকান্দা উপজেলার জনগণের উন্নয়ন করে যাচ্ছে ঠিক তখনি একদল কুচক্রী মহল তার সুনামকে নসাৎ করার চেষ্টা করছে। ছাএলীগ নেতারা মিথ্যা কুটুক্তির তীব্র নিন্দা জানিয়ে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবী জানান। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন মিথ্যা কুটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About

Comments

comments

সম্পাদক
মফিজুল ইসলাম অলি
ফুলপুর, মোবা: 01712344037

সহকারী সম্পাদক
01. আনছারুল হক রাসেল
হালুয়াঘাট, মোবা: 01750040090
02. শাহ্‌ মোঃ নাফিউল্লাহ সৈকত
ফুলপুর, মোবা: 01711129901

প্রকাশক
রাকিবুল ইসলাম রাকিব
নালিতাবাড়ী, মোবা: 01715560895

বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রবি
ধোবাউড়া, মোবা: 01911415636