Thursday, 19/10/2017 | 2:00 UTC+6
দৈনিক বাংলাদেশ

ফুলপুর অনার্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

শাহ্ মোঃ নাফিউল্লাহ সৈকত:-

ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র বার্ষিক ক্যালেন্ডার মোড়ক উন্মোচন ও নতুন কমিটির পরিচিতি সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ফুলপুরের কৃতি ছাএ-ছাএীরা অংশগ্রহণ করে। এসোসিয়েশনের এবার নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নিপুন সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১৭ সালের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন করা হয়। এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সরকারি আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ফুলপুর প্রতিনিধি মোঃ নুরুল আমিন, ময়মনসিংহ প্রতিদিনের বিশেষ সাংবাদিক এম এ মান্নান, উপদেষ্টা পরিষদের সদস্য সুজাউদ্দৌলা সুজা, কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ফারুক আহমেদ, উজ্জ্বল বাশার, ফুলপুর উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মন্নাছ মীর, জাহাঙ্গীর, সাদ প্রমুখ।

About

Comments

comments

সম্পাদক
মফিজুল ইসলাম অলি
ফুলপুর, মোবা: 01712344037

সহকারী সম্পাদক
01. আনছারুল হক রাসেল
হালুয়াঘাট, মোবা: 01750040090
02. শাহ্‌ মোঃ নাফিউল্লাহ সৈকত
ফুলপুর, মোবা: 01711129901

প্রকাশক
রাকিবুল ইসলাম রাকিব
নালিতাবাড়ী, মোবা: 01715560895

বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রবি
ধোবাউড়া, মোবা: 01911415636